X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৫, ০০:০৬আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০০:০৬

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মূলধারা ও সামাজিক গণমাধ্যমে অপপ্রচার অব্যাহত রয়েছে। এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

সোমবার (১৭ মার্চ) ‘দৈনিক কালবেলা’ পত্রিকার ‘তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। উল্লিখিত সংবাদে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ঢাকায় ফেরার নোটিশ পাওয়া একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় বর্তমান সরকারের কোনও আদেশ তারা মানতে রাজি নন।’ সে কর্মকর্তার বরাতে আরও উল্লেখ করা হয় যে, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ চালিয়ে নিতে দেশে আমরা যাব না। দেশে গেলেই আমাদের নানাভাবে হয়রানি করা হবে। এ ছাড়া দেশে ফিরলে জীবনের ঝুঁকি রয়েছে, তাই দেশে ফিরে যাবো না।’ 

মঙ্গলবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে— বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের কোনও কর্মকর্তা এধরণের তথ্য ‘দৈনিক কালবেলা’ বা অন্য কোনও গণমাধ্যমের কাছে দেননি। উল্লিখিত বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এ ধরনের তথ্যের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। যা নিন্দনীয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতাকে শ্রদ্ধা করে। তবে, ভিত্তিহীন সংবাদ প্রকাশ গণমাধ্যমের পেশাদার প্রতিশ্রুতি ও নৈতিক দায়বদ্ধতার পরিপন্থী। সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসারে, যথাযথ তথ্য যাচাই এবং সঠিক প্রতিবেদন প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনতিবিলম্বে এই সংবাদের সত্যতা যাচাই করতে ও সঠিক তথ্য প্রদান করতে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, ভবিষ্যতে এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

/এসএসজেড/এমকেএইচ/
সম্পর্কিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত 
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
পাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
পেহেলগাম হামলাপাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
বিতর্কের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
বিতর্কের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা: পরিবেশ উপদেষ্টা 
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা: পরিবেশ উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন