X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৫, ০০:০৬আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০০:০৬

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মূলধারা ও সামাজিক গণমাধ্যমে অপপ্রচার অব্যাহত রয়েছে। এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

সোমবার (১৭ মার্চ) ‘দৈনিক কালবেলা’ পত্রিকার ‘তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। উল্লিখিত সংবাদে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ঢাকায় ফেরার নোটিশ পাওয়া একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় বর্তমান সরকারের কোনও আদেশ তারা মানতে রাজি নন।’ সে কর্মকর্তার বরাতে আরও উল্লেখ করা হয় যে, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ চালিয়ে নিতে দেশে আমরা যাব না। দেশে গেলেই আমাদের নানাভাবে হয়রানি করা হবে। এ ছাড়া দেশে ফিরলে জীবনের ঝুঁকি রয়েছে, তাই দেশে ফিরে যাবো না।’ 

মঙ্গলবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে— বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের কোনও কর্মকর্তা এধরণের তথ্য ‘দৈনিক কালবেলা’ বা অন্য কোনও গণমাধ্যমের কাছে দেননি। উল্লিখিত বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এ ধরনের তথ্যের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। যা নিন্দনীয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতাকে শ্রদ্ধা করে। তবে, ভিত্তিহীন সংবাদ প্রকাশ গণমাধ্যমের পেশাদার প্রতিশ্রুতি ও নৈতিক দায়বদ্ধতার পরিপন্থী। সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসারে, যথাযথ তথ্য যাচাই এবং সঠিক প্রতিবেদন প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনতিবিলম্বে এই সংবাদের সত্যতা যাচাই করতে ও সঠিক তথ্য প্রদান করতে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, ভবিষ্যতে এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

/এসএসজেড/এমকেএইচ/
সম্পর্কিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত 
সর্বশেষ খবর
অসামাজিক কার্যকলাপের অভিযোগ: উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮
অসামাজিক কার্যকলাপের অভিযোগ: উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ