আশুলিয়ায় দগ্ধ ৫ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর আশুলিয়ায় আগুনের ঘটনায় শিশুসহ দগ্ধ পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ মে) সকালে আশুলিয়ায় ফ্যান্টান্সি ছয়তালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন এ তথ্য জানান।

দগ্ধরা হলেন– রিকশা চালক শরিফুল ইসলাম (২৫), তার ছেলে মো. সোহাগ (৬), পিকাপ চালক মো. বিল্লাল হোসেন (৩৬), দিনমজুর নুর নবী (২২), দিনমজুর মহাআলম (২৬)।

এসএম আইউব হোসেন বলেন, ‘শরিফুল ইসলামের শরীরের ৯৮ শতাংশ, মো. সোহাগের শরীরের ২০ শতাংশ, মো. বিল্লাল হোসেনের শরীরের ৩৬ শতাংশ, নুর নবীর শরীরের ৪৩ শতাংশ, মহাআলমের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

হাসপাতালে নিয়ে আসা মো. সোহাগ বলেন, ‘সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ছয়তালা এলাকায় শরিফুলের ভাড়া বাসার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন পাশেই ঝুট কাপড়ের গোডাউন ছড়িয়ে পড়ে। এতে সেখানে অবস্থানরত পাঁচ জন দগ্ধ হন। আশপাশের লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পরে বার্ন ইনিস্টিউটে নিয়ে আসা হয়।’

দগ্ধ শরিফুলের স্ত্রী সোনালী আক্তার জানান, তিনি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার সময় বাসায় ছিলেন না। খবর পেয়ে হাসপাতালে এসেছেন।

তিনি জানান, তারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন। বাসায় তার স্বামী ও ছেলে সোহাগ ছিলেন। কীভাবে কোথা থেকে ঘটনাটি ঘটেছে তা জানতে পারেননি।