ট্রেনে চড়ে কোরবানির পশু আসছে ঢাকায় (ফটো স্টোরি)

আর মাত্র তিনদিন পরই কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে পশু বেচাকেনার পক্রিয়া। দেশের বিভিন্ন স্থানে জমে উঠছে পশুর হাট। রাজধানী ঢাকাও মুখর হচ্ছে পশুর হাট ও পশু বেচাকেনায়। এ বছরও চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানির পশু কম খরচে ঢাকায় আনার ব্যবস্থা করেছে রেল বিভাগ। তবে এবার আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনেই আলাদা ওয়াগনে পরিবহন করা হচ্ছে কোরবানির পশু।

শনিবার (২৪ জুন) সন্ধ্যা থেকে ট্রেনে এই কোরবানির পশু পরিবহন শুরু হয়েছে।

 

গরুর পাশাপাশি ট্রেনে আসছে ছাগলও।

রবিবার (২৫ জুন) কমলাপুর ট্রেন স্টেশনে গিয়ে চোখে পড়ে সেখানে হরেক রঙের কোরবানির পশু আসার দৃশ্য

ট্রেনে করে ঢাকায় কোরবানির পশু আসার এই দৃশ্য উপভোগ করছেন কমলাপুর ট্রেন স্টেশনে যাওয়া যাত্রী এবং অন্যান্যরাও।

জানা গেছে, টানা তিন দিন (২৪ থেকে ২৬ জুন পর্যন্ত) এ সুবিধা চালু রাখবে বিশেষায়িত ট্রেনটি।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৃতীয়বারের মতো খামারি ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে গরু পরিবহনের জন্য এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

 

ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রহনপুর স্টেশন ছেড়ে আসে।

 

  সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায়।