X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
ঈদের ফিরতি যাত্রার চতুর্থ দিন

কমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১২:০৭আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:০৯

ঈদুল আজহার ফিরতি যাত্রার চতুর্থ দিনেও কমলাপুরে ট্রেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। আগামীকাল শনিবার (১৪ জুন) শেষ হচ্ছে সরকারি ছুটি। তাই আজ থেকেই চাপ বেড়েছে। করোনা সতর্কতায় আজ থেকে কর্তৃপক্ষ মাইকিং করছে। তবে মাস্ক পরার নির্দেশনা মানছে না কেউ। 

শুক্রবার (১৩ জুন) বেলা পৌনে ১১টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে এ চিত্র।

কমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না এর আগে, গত ৮ জুন পবিত্র ঈদুল আজহার পর ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানায় রেলপথ মন্ত্রণালয়।

সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে।

এ কারণে ঈদপরবর্তী ট্রেনযাত্রায় সব যাত্রীকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

কমলাপুর রেলস্টেশনে এ নিয়ে এত দিন তেমন কোনও পদক্ষেপ না থাকলেও আজ থেকে কিছুটা তৎপরতা দেখা যাচ্ছে।

ট্রেনের সাধারণ নন-এসি বগিতে গাদাগাদি করে ঢাকায় আসছেন স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা। কেউই স্বাস্থ্যবিধি মানছেন না।

বেলা ১১টায় কিশোরগঞ্জ থেকে আসা এগারসিন্ধুর ট্রেনের যাত্রী সাফায়েত বলেন, তিনি পুরো রাস্তা দাঁড়িয়ে এসেছেন। গাদাগাদি করে দাঁড়িয়ে এলেও মুখে মাস্ক নেই। তিনি জানান, করোনা সতর্কতার বিষয়টি তার জানা ছিল না।

সৈয়দপুর থেকে আসা আরেক যাত্রী রায়হান বলেন, মাস্ক পরার বিষয়ে কিছু জানেন না, তাই পরেননি।

শুধু তাই নয় টিকিট চেকের দায়িত্বে থাকা টিটিসহ রেলের অধিকাংশ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীর মুখেও মাস্ক দেখা যায়নি।

শুক্রবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের  মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়েছে ২৩টি ও এসেছে ১৪টি ট্রেন। শিডিউল বিপর্যয় খুব একটা নেই। শুধু রংপুর এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টা দেরিতে ছেড়েছে।

তিনি বলেন, যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে। এ নিয়ে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এমকে/এমএস/
সম্পর্কিত
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ঢাকা-পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
সর্বশেষ খবর
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি-মাছেরও
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি-মাছেরও
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
মিটফোর্ড হত্যা‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ
প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ