কোরবানির একদিন আগে (২৮ জুন) গাবতলী গরুর হাটে কামার পট্টিতে দা বঁটি ছুরি কেনাবেচার ধুম লেগেছে। বিভিন্ন দামে এসব দা বঁটি ছুরি বিক্রি হচ্ছে। এগুলোর দাম একশ’ থেকে আট-নয়শ’ টাকা পর্যন্ত। পাশাপাশি গরু, ছাগল সাজানোর বিভিন্ন মালাও বিক্রি করা হচ্ছে এখানে। ৫০ থেকে ১৫০০ টাকা লাগতে পারে একটি গরু মালা দিয়ে সাজাতে।