কামার পট্টিতে কেনাবেচার ধুম (ফটো স্টোরি)

কোরবানির একদিন আগে (২৮ জুন) গাবতলী গরুর হাটে কামার পট্টিতে দা বঁটি ছুরি কেনাবেচার ধুম লেগেছে। বিভিন্ন দামে এসব দা বঁটি ছুরি বিক্রি হচ্ছে। এগুলোর দাম একশ’ থেকে আট-নয়শ’ টাকা পর্যন্ত। পাশাপাশি গরু, ছাগল সাজানোর বিভিন্ন মালাও বিক্রি করা হচ্ছে এখানে। ৫০ থেকে ১৫০০ টাকা লাগতে পারে একটি গরু মালা দিয়ে সাজাতে।

শেষ মুহূর্তে চলছে দা বটি ছুরি বিক্রির দুম

গভীর মনোযোগে ছুরিতে শান দিচ্ছেন কামার

পছন্দের ছুরি কিনছেন ক্রেতা

দম ফেলার সময় নেই কামারদের

ধামায় শান দিচ্ছেন এক কামার

কোরবানির পশু জবাইয়ের নানান সরঞ্জাম

সাজিয়ে রাখা হয়েছে বটি, ছুরি, ধামা

ঘষামাজার কাজে ব্যস্ত কামার

কোরবানির পশু বাঁধার রঙ-বেরঙের রসি