বর্জ্য অপসারণে উত্তর সিটির কন্ট্রোল রুম

বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। ১৬১০৬, ০২-৫৫০৫২০৮৪ এই দুটি নম্বরে ফোন করে উত্তর সিটির বাসিন্দারা কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের সহায়তা নিতে পারবেন।

এদিকে কোরবানির পশুর বর্জ্য অপসারণে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন উত্তর সিটির মেয়র  আতিকুল ইসলাম। তিনি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে  মিরপুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

এসময় আতিকুল ইসলাম জানান, উত্তর সিটির প্রায় ১১ হাজার শ্রমিক কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছেন। দ্রুত বর্জ্য সরিয়ে নিতে করপোরেশনের কর্মকর্তারাও মাঠে থাকবেন। নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে, সহযোগিতা জন্য নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে পারবেন যে কেউ।