নির্বাচন সুষ্ঠু হচ্ছে তবে ভোটার উপস্থিতি কম: ইলেকশন মনিটরিং ফোরাম

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মো. আবেদ আলী বলেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, তবে ভোটার উপস্থিতি কম।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান বলেন, ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং ইলেকশন মনিটরিং ফোরামের পক্ষ থেকে আমরা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ঘুরে দেখেছি। আমরা আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ করিনি। যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, কোনও ধরনের অভিযোগ পাইনি।’

বিভিন্ন প্রার্থীর এজেন্টের সঙ্গে কথা বলেছেন জানিয়ে আবেদ আলী বলেন, ‘তাদের কাছ থেকে কোনও ধরনের অভিযোগ পাইনি। কোনও প্রার্থীর এজেন্টদের বা কাউকে কোনও ধরনের ভয়ভীতি দেখানো হয়নি বলে আমরা জেনেছি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।’ যারা ভোট দিতে আসছেন তাদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি বলেও মন্তব্য করেন এই পর্যবেক্ষক।’