বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবি: বাল্কহেডের মাস্টারসহ আটক ৬

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবির ঘটনায় বাল্কহেডের মাস্টারসহ ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সোমবার (১৭ জুলাই) সদরঘাট নৌ থানার উপপরিদর্শক মেহেদী মারুফ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সদরঘাট এলাকার আশপাশে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।'

থানা সূত্রে জানা যায়, বাল্কহেডের মাস্টার মো. শরিফুল ইসলাম (৩৫)-সহ চালক মো. আনছার আলী (৩৭), সুকানি মো. সজীব সরদার (২৭), লস্কর মো. সিয়াম বেপারী (২০), মো. সফিউল গাজী (২২) ও বাবুর্চি মো. মাসুদ মুন্সিকে (৪৮) আটক করা হয়েছে।

এর আগে রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও অনেকেই নিখোঁজ হন। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে।