গিয়েছিলেন বিরিয়ানি খেতে, ফিরলেন লাশ হয়ে

রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক তার বন্ধু।

নিহতের নাম পুলক গমেজ (২১)। তিনি রাজধানীর মার্টিন লুথার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বন্ধু জাহেদ হাসান (২১) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (২৩ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন, রামপুরা ডিআইটি ওয়াবদা রোডের মুখে দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে দুই জন গুরুতর আহত হয়। সেখানে থেকে তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।

মরদেহটি  ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি শনাক্ত করা যায়নি বলেও জানান এসআই মেহেদী।

পুলকের দুলাভাই রনি রোজারিও বলেন, রাত ১২টার দিকে জাহেদের মোটরসাইকেলে তারা দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খেতে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় তারা।

গাজীপুর কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামের প্রবাসী বিপিন গমেজের ছেলে পুলক। বর্তমানে নর্দা সরকারবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। দুই বোন এক ভাইয়ের মধ্যে পুলক ছিলেন ছোট।