ওমানে নারী এমপির আটকের বিষয়ে জানেন না পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির ওমানে আটকের বিষয়ে কোনও খবর জানা নেই পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের।

বুধবার (২ আগস্ট) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনও কিছু জানি না। আমরা জানি না এরকম কোনও সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন। কোনও ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে। সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি এ মুহূর্তে এবং এই তথ্য আপনার কাছে শুনলাম।’

উল্লেখ্য, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে ওমানে আটকের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক পোস্টে বলা হয়, মঙ্গলবার রাতে ওমান পুলিশ তাকে আটক করেছে।