বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকালে বাড্ডার গুপিপাড়া বাসার অদূরে সবজি গলিতে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম মো. সালমান ব্যাপারী (১৮)। সে গুলশান অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত সালমানের মামা নাহিদ মিয়া বলেন, ‘বিকালে দুই বন্ধুসহ সালমান ঘুরতে বের হয়েছিল। দুই বন্ধুর সামনে থেকে সালমানকে টেনে দূরে নিয়ে যায় ৯-১০ জন যুবক। যাদের প্রত্যেকের বয়স আনুমানিক (২০-২৫) বছর। তারা তাকে মারধর ও ডান উরুতে  ছুরিকাঘাত করে আহত করে। তার কাছে থাকা ১০ আনা ওজনের একটি সোনার চেইন, এক হাজার টাকা ও তার মোবাইল ফোনটি নিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী (এইচএএফ) জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত সালমান চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’