বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে ১২৩তম এ জেসিএসসি সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ১৩ সপ্তাহের এই জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর একজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সার্ভিস, ইন্টার সার্ভিস এবং জয়েন্ট সার্ভিস পরিমণ্ডলে কমান্ড ও স্টাফ দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সাজানো হয়। প্রধান অতিথি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানস্থলে পৌঁছালে কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. নওশাদ ফাতেমী তাকে স্বাগত জানান। পরে সিএসটিআই অধিনায়ক স্বাগত বক্তব্যে ১২৩তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী সব কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণ সমাপনী সনদপত্র এবং কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মির্জা মোহাম্মদ আশফাককে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করেন। এছাড়া বিমান বাহিনী প্রধান তার ভাষণে উত্তীর্ণ সব কর্মকর্তার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।