জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বান, সরকারি কর্মচারীরা যেন জনগণের সেবক হন। তাঁর সেই দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) অনুষ্ঠিত হলো সেমিনার। মঙ্গলবার (৩ অক্টোবর) পুরান ঢাকায় টিডিএস কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার শুরুর আগে ব্যাচভিত্তিক বিভিন্ন কোর্সে আগত প্রশিক্ষাণার্থীদের নিয়ে পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৭৫ সনে ১৫ জানুয়ারি জাতির পিতার প্রথম ও শেষ পুলিশ উইকে তাঁর ভাষণের ওপর গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখক ও গবেষক পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তার প্রবন্ধে জাতির পিতার আহ্বান ও দেশের জন্য তাঁর ত্যাগের কথা কৃতজ্ঞভরে স্মরণের মাধ্যমে সেমিনারে উপস্থাপন করেন।
সেমিনার আয়োজক পুলিশ সুপার ট্রেনিং বলেন, আমি ট্রেনিং শাখায় যোগদান করার পরে চেষ্টা করছি প্রতিটি কোর্স ও আমাদের স্কুলের সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার আলো ছড়িয়ে দিতে। জনগণকে দ্রুততম সময়ে ট্রাফিক পুলিশি সেবা দেওয়া আমাদের অন্যতম দায়িত্ব। দেশপ্রেম নিয়ে জনগণের সেবা প্রাপ্তি সহজীকরণে পুলিশ সদস্যদের আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে এই সেমিনারগুলোর আয়োজন ।
সেমিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশের বিভিন্ন সময় অংশে নেওয়া প্রোগ্রামের ভিডিও ও স্থির চিত্র প্রদর্শন করা হয়।