রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় বাসার সিসি ক্যামেরায় দেখা যাওয়া অপরিচিত এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ওই ব্যক্তির মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরা ছিল।
ওই ব্যক্তি দুই বোনকে হত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। এ ঘটনায় বাসার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দুই বোন খুনের রহস্য উদঘাটনে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এতে দেখা গেছে, শুক্রবার (৯ মে) বেলা ৩টার দিকে নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি ওই বাড়ির দোতলায় ওঠেন। তার মুখে সার্জিক্যাল মাস্ক এবং মাথায় ছিল কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে যান।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পাওয়া ওই ব্যক্তির হাতে একটি কালো ব্যাগ ছিল। ঘটনার দিন বিকাল সাড়ে ৪টার দিকে দোতলা থেকে নামার সময় তিনি মাথা নিচু করে ছিলেন। হয়তো তিনি পরিবারটির চেনাজানা। আশা করছি, খুব দ্রুত তাকে শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।’
শুক্রবার (৯ মে) পশ্চিম শেওড়াপাড়ার ওই বাসার দোতলার এক ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওইদিন রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, ‘দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। নিহত মরিয়মের মেয়ে নুসরাত জাহান দরজা খুলে মা ও খালার রক্তাক্ত মরদেহ দেখতে পান। নিহত দুজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য জানার চেষ্টা করছি।’