যুগ্ম কমিশনার বিপ্লব সরকারের পরিচয়ে টাকা চাইছে প্রতারক চক্র

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকারের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছে টাকা চাইছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (৪ অক্টোবর) রাতে বিপ্লব কুমার সরকার নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমার পুরনো ছবি ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্ন লোকজনকে মেসেজ পাঠিয়ে এবং পরিচয় দিয়ে টাকা চাইছে। যা আমার ব্যক্তিগত জীবনে খুবই বিব্রতকর।’ প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

কেউ পুলিশ পরিচয়ে কারও কাছ থেকে টাকা চাইলে, না দেওয়ারও পরামর্শ দেন এই ডিএমপির এই কর্মকর্তা। সেই সঠিক তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।

এর আগে, বিপ্লব কুমার সরকার তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাসে জানান, নিচের মোবাইল নম্বরটি দিয়ে একটি প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে বিভিন্ন লোকের কাছে ফোন করে টাকা চাচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।