রাজধানীর শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে বৃষ্টির জমা নিষ্কাশনের জন্য মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অচেতন হয়ে পরেন রাব্বি মিয়া (২৪) নামে নিরাপত্তাকর্মী।
বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে সহকর্মী জুয়েল রানা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১টায় মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ কলেজের মর্গে রাখা হয়েছে।
জুয়েল বলেন, স্টারপাথ হোল্ডিং লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানিতে আমরা চাকরি করি। নির্মাণাধীন ভবনটি ফাউন্ডেশনের কাজ শেষ হয়েছে। আমরা ওই ভবনেই থাকি, দেখাশোনা করি। গতকাল বৃষ্টিতে বেজমেন্ট পানিতে ভরে যায়। তাই ওই পানি নিষ্কাশন করতে রাব্বি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন। পরে হাসপাতালে নিয়ে আসি।
জামালপুর সদর উপজেলার লাহেরীপাড়া গ্নামের জয়নাল মিয়ার ছেলে রাব্বি। সে বিবাহিত, তার পরিবার গ্রামের বাড়ি থাকেন। তাদের সংবাদ দেওয়া হয়েছে বলে জানান জুয়েল রানা।