‘ব্যবসায়ীদের অতি মুনাফার কারণে ইলিশের দাম বেশি’

ব্যবসায়ীদের অতি মুনাফার কারণে ইলিশের দাম বেশি। এ ক্ষেত্রে বাজারব্যবস্থার সমস্যা রয়েছে। ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে দায় নিতে চায় না মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় তিনি ঘোষণা দিয়ে বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময়ে ইলিশ পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয় করা যাবে না। আইন লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে। মোবাইল কোর্ট পরিচালনা, মামলা ও টহল দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই সময়ে অতিদরিদ্র জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও ভিজিএফের ব্যবস্থা করা হবে। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে ছয়টি ইলিশ অভয়াশ্রমে ব্যবস্থাপনা জোরদার করা হবে।

ব্রিফিংয়ে ইলিশের অস্বাভাবিক দাম নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের অতি মুনাফার কারণে ইলিশের দাম বেশি। এ ক্ষেত্রে বাজার ব্যবস্থার সমস্যা রয়েছে। ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন ব্যবস্থা এ বিষয়ে নেবে। তবে দায় নিতে চায় না মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ইলিশের মূল্যবৃদ্ধির কারণ জানিয়ে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ইলিশ সংগ্রহ ও সংরক্ষণ, বাজারজাতে খরচ আছে। কয়েক স্তরে মুনাফার কারণে দাম বেড়েছে।