এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি বোরহানউদ্দিন

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. বোরহানউদ্দিন।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সম্মতিক্রমে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. বোরহানউদ্দিনকে মনোনীত করা হয়েছে। ইতোমধ্যে তার সঙ্গে আমরা কয়েকটি মিটিং করেছি।

প্রসঙ্গত, এর আগে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ২০২২ সালের শুরু থেকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি ওবায়দুল হাসান। পরে আপিল বিভাগের বিচারপতি মো. বোরহানউদ্দিনকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

মূলত, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিন বার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।