কাশিমপুর কারাগারের জেল সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রী নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক পাপন কুমার সাহা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ আদনান জানান, সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রী একে অপরের সহযোগিতায় অবৈধ সম্পদ অর্জন করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সম্পদের হিসাব বিবরণীতে দেখা যায়, তারা দুই কোটি ২১ লাখ সাত হাজার ২৯৫ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এতে তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।