সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেয়নি র‌্যাব

সাগর-রুনিনির্ধারিত দিনেও আদালতে জমা পড়লো না বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। আগামী ৭ এপ্রিলের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এর তদন্তকারী সংস্থা র‌্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তা না আসায় ঢাকা মহানগর হাকিম ইউনুস খান এ নতুন দিন ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। পরদিন (১২ ফেব্রুয়ারি) রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরই ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।
/টিএইচ/এসএম/এজে/