বাংলা ট্রিবিউন বৈঠকি

বিশ্বকাপের আশা তৈরি হওয়া ক্রিকেট দলের একটা অর্জন: শাহরিয়ার নাফিস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস বলেছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি যেসব দ্বিপক্ষীয় সিরিজে জয়লাভ করেছে, সেই সাফল্য বাংলাদেশের দর্শক-খেলোয়াড়সহ সবাইকে অনেক আশা দিয়েছে। আমি মনে করি এই যে আশা তৈরি হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেট দলের একটা অর্জন।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ক্রিকেটের বিশ্বকাপ আমাদের কবে হবে’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন তিনি।

শনিবার (২১ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন।

শাহারিয়ার নাফিস বলেন, বাংলাদেশ বিশ্বকাপ কবে পাবে, প্রশ্নটা অনেক কঠিন, স্বপ্নটা অনেক বড়। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিনিয়ত ভালো খেলার কারণে আমরা স্বপ্নটা দেখার চেষ্টা করি, আশায় বুক বাঁধি। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো অনেকগুলো ফ্যাক্টর কাজে লাগাতে হয়। আমরা যদি ফুটবল বিশ্বকাপের দিকে তাকাই, তাহলে দেখা যাবে এতগুলো ভালো দল আছে কিন্তু ঘুরেফিরে অল্প কয়েকটি দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, এটা যেমন সত্য; তেমনি প্রথম হিসেবে কোনও না কোনও দল চ্যাম্পিয়ন হয়েছে।

তিনি আরও বলেন, আপনি যদি দিনক্ষণ হিসাব করে প্রশ্ন করেন, কবে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, এটা বলা খুব কঠিন। কারণ এভাবে বলা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট যে মাত্রায় এগিয়েছে, সেই মাত্রায় আমরা স্বাভাবিকভাবেই আশা করতে পারি এবং আমার কাছে মনে হয় সেই দিনটি বেশি দূরে নয়।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন সিনিয়র সাংবাদিক নোমান মোহাম্মদ এবং ইউল্যাব ক্রিকেট দলের সহ-অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।