ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাবির দুই শিক্ষার্থী আহত

রাজধানীর রমনা কালীমন্দির এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাত ও এলোপাতারি কিলঘুষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের সৌরভ সরকার (২৫) ও ভাস্কর্য বিভাগের সুমিত (২৩)। শনিবার (২১ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে রমনা কালিমন্দিরের লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির  ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ছাত্রদের বন্ধু সাগ্নিক সূত্রধর বলেন, ‘রাতে মোটরসাইকেলে করে সৌরভ ও সুমিত রমনা কালিমন্দিরের লেকপাড় এলাকায় গেলে ছিনতাইকারীরা সৌরভকে ছুরিকাঘাত এবং সুমিতকে মারধর করে পালিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। সৌরভকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। আর সুমিতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সৌরভের গ্রামের বাড়ি দিনাজপুরের কাহারোল থানার ভরনগাঁও গ্রামে। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকেন।