অবৈধ গিজার তৈরির কারখানা সিলগালা ও জরিমানা

পণ্যের মান সনদ না নিয়েই স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রি এবং বাজারজাত করার অভিযোগে ইগা ব্যান্ডকে সিলগালাসহ দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ অক্টোবর) বিএসটিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসটিআই’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার থানা এলাকায় ডিএমপি পুলিশের সহযোগিতায় রবিবার বিএসটিআই’র একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত  বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ছাড়া পণ্য স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রি এবং বাজারজাত করার অপরাধে জরিমানা করা হয়।

বিএসটিআই’র আইন ২০১৮ অনুসারে, ওজন ও পরিমাপ মানদণ্ডআইন, ২০১৮ অনুযায়ী, ইম্পেরিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাস এপ্লায়েন্স কোম্পানি (ইগা ব্র্যান্ড) প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা হয়। একইসঙ্গে আদালত এই অবৈধ কারখানাটি সিলগালা করে দেয়।

উল্লেখ্য, পণ্যের গুরুত্ব, ঝুঁকিসহ নানাবিধ বিষয় বিবেচনা করে সরকার বিভিন্ন সময়ে এসআরও  জারির মাধ্যমে এযাবৎ ২৭৩টি পণ্য বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে। এসব পণ্য উৎপাদন, বাজারজাত এবং বাণিজ্যিক প্রচারের জন্য বিএসটিআই’র মান সনদ গ্রহণ বাধ্যতামূলক। মানহীন এ ধরনের গিজার কিংবা ওয়াটার হিটারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে।

বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটরি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন এবং পরিদর্শক মো. মঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন।