ফুটেজ বিশ্লেষণ করে ‘দুষ্কৃতিকারীদের’ ধরতে কাজ করছে র‌্যাব

রাজধানীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে যেসব ‘দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী’ সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও আক্রমণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনজীবন বিপর্যস্ত করার চক্রান্তে লিপ্ত ছিল, তাদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব। গণমাধ্যম থেকে পাওয়া ফুটেজ, সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণের পর জড়িত দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে সংস্থাটির গোয়েন্দারা।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা ও আক্রমণ চালিয়েছে। সন্ত্রাসীরা গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালায়। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও আক্রমণ চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে দুস্কৃতিকারীরা। 

তাদের হামলায় আইনশৃঙ্খলার বাহিনীর বেশ কয়কজন সদস্য হতাহত হয়েছেন উল্লেখ করে এতে আরও বলা হয়, সন্ত্রাসীরা রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করে ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে। তারা আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে হামলা করে। বিভিন্ন সমাবেশে দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের ওপরও তারা হামলা চালিয়েছে। এছাড়াও সন্ত্রাসীরা বিভিন্ন সড়কে স্থাপিত সিসিটিভি ক্যামেরাও ভাঙ্চুর করে।