X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

নারীদের নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ১৯:৫৪আপডেট : ০৬ মে ২০২৫, ১৯:৫৪

হেফাজতে ইসলামসহ নারীদের নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র’। মঙ্গলবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ দেশের নারীরা প্রতিটি গণআন্দোলনে, জাতীয় মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে নারীরা এগিয়ে এসেছে, লড়াই করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানেও নারীরা নেতৃত্ব দিয়েছেন, সহযোদ্ধাদের রক্ষা করেছেন, গুলির মুখে দাঁড়িয়েছেন। ফলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নারীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত হবে এটাই সবার কাম্য ছিল।

তারা বলেন, নতুন বাংলাদেশে সর্বপ্রথম একটি নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে, যা আমাদের জন্য আনন্দের বিষয়। কমিশনের প্রতিবেদন নিয়ে নানা আলোচনা-সমালোচনা, যুক্তিতর্কের উপস্থাপন চলতেই পারে। মত-দ্বিমত থাকতে পারে। এ গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়াটা জরুরি। অথচ আমরা দেখলাম, যৌক্তিক সমালোচনার পথ না ধরে হেফাজতে ইসলামসহ একদল গোষ্ঠী নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলসহ নারী কমিশনের সদস্যদের নানা কটূক্তি, ব্যঙ্গসহ নারী অবমাননাকর নানা বক্তব্য রাখছেন ও কমিশন বাতিলের দাবি করছেন। সমাজে নারী-পুরুষের যে স্বাভাবিক মর্যাদার সম্পর্ক সেটাকে তারা মানতে নারাজ। একইসঙ্গে ব্যক্তিগত আক্রমণ করে তারা গণতান্ত্রিক শিষ্টাচার বহির্ভূত কাজ করছেন।

বক্তারা আরও বলেন, সারা দেশে নারীরা নানা আক্রমণের শিকার হচ্ছেন। নারীদের মতপ্রকাশ, চলাফেরা, নিরাপত্তা ভীষণভাবে হরণ করা হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নিতে আমরা দেখছি না। সরকারের পক্ষ থেকে হেফাজতের এই নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রেসনোট প্রকাশের দাবি জানাচ্ছি আমরা। একইসঙ্গে সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে হেফাজতে ইসলামসহ অব্যাহত নারী অবমাননা, লাঞ্ছনা, কটূক্তিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হব। নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন– কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক সুস্মিতা রায় সুপ্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক নওশিন মুস্তারী সাথী, সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
অবমাননাকর প্রতিক্রিয়া আশা করি না, নারী সংস্কার কমিশন প্রসঙ্গে আসিফ নজরুল
ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, গাজীপুরে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
মিয়ানমারের মিলিশিয়া গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মিয়ানমারের মিলিশিয়া গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদাবাজির মামলা
শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদাবাজির মামলা
স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে এপ্রিলে ৪৭৭ মামলা নিষ্পত্তি
স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে এপ্রিলে ৪৭৭ মামলা নিষ্পত্তি
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার