মিরপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে মজুরি বাড়ানোর দাবিতে আজও আবার মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল বাধা সৃষ্টি হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সকাল থেকে সড়ক অবরোধ করে রাখলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে ন্যূনতম বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তা তারা মানেন না বলে জানান।

এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সকাল সোয়া ৮টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানের কয়েকশ শ্রমিক রাস্তা অবরোধ করেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি। যান চলাচল স্বাভাবিক।

এর আগে, গতকাল শনিবার দুপুরে একই দাবিতে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।