ছুটির দিনে সড়কে ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর টানা কয়েক দফায় হরতাল-অবরোধ চলাকালীন রাজধানীর প্রতিটি সড়কে যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। রাজনৈতিক কোনও কর্মসূচিও তেমন ছিল না। তবু সড়কে গাড়ির চাপ কম ছিল। অফিসগামী লোকজন এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি কেউ।

তবে আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর কিছু সড়কে ছিল ভিন্ন চিত্র। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে সঙ্গে করেই ব্যক্তিগত কাজ সেরে নিতে ছুটির দিনকে বেচে নিয়েছেন অনেকে। এতে বাইরে বের হওয়া লোকজন পড়েছে ভোগান্তিতে। যানজট ঠেলে গন্তব্যে পৌঁছাতে লাগছে সময়, গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।

খোঁজ নিয়ে জানা গেছে, হরতাল অবরোধের কারণে কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের রুটিন বদলে ছুটির দিনও পাঠদান চালিয়ে যাচ্ছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল খোলা রয়েছে। চলছে বিভিন্ন পাবলিক পরীক্ষা।

যাত্রীদের গন্তব্যে যেতে দিতে হচ্ছে বাড়তি ভাড়া ছবি: নাসিরুল ইসলাম

রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিল নিয়ন্ত্রিত আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা শুরু হয়েছে বেলা ১১টায়। এ পরীক্ষা কেন্দ্র করে হাজার লোকজন রাজধানীতে প্রবেশ করেছে। ফলে যেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেসব এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। যাত্রীদের গন্তব্যে যেতে দিতে হচ্ছে বাড়তি ভাড়া।

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম থেকে স্ত্রীকে নিয়ে সকালে ঢাকায় আসেন রাকিবুল হাসান। তার সঙ্গে কথা রাজধানীর কুর্মিটোলা বিএফ শাহীন কলেজর গেটের সামনে।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আমার স্ত্রীর পরীক্ষা। সারা রাত জার্নি করে ঢাকায় আসছি। ট্রেন থেকে নেমেই দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কাকভেজা হয়ে সিএনজি ঠিক করি নির্ধারিত ভাড়া চেয়ে বেশি ভাড়া দিয়ে। স্বাভাবিক সময়ে বিমানবন্দর রেলস্টেশন থেকে রাজধানীর কুর্মিটোলা আসতে সিএনজি ভাড়া সর্বোচ্চ ১৫০ খরচ হলেও আজ তার ভাড়া লেগেছে ২৫০ টাকা।

ফার্মগেট হয়ে জাহাঙ্গীর গেট দিকে আসা আরেক যাত্রী তানভীর হাসান বলেন, বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে। এ ছাড়া তেমন কোনও অসুবিধা হয়নি। ছুটির দিন হিসেবে তুলানমূলক আজ রাস্তায় গাড়ির সংখ্যা বেশি।

নির্ধারিত সিগন্যাল পেরিয়ে গন্তব্যের দিকে যেতে হচ্ছে প্রতিটি গাড়িকে ছবি: নাসিরুল ইসলাম

এদিকে আজ সকালে বাসা থেকে বের হয়েই যানজটের মুখোমুখি হয়েছেন অনেকে। সকাল ৯টার দিকে মিরপুর রোডে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। রাজধানীর আসদগেট, বিজয় সরণি, কাওরান বাজার বাংলামটর এলাকায় নির্ধারিত সিগন্যাল পেরিয়ে গন্তব্যের দিকে যেতে হচ্ছে প্রতিটি গাড়িকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রমনা বিভাগের বাংলামোটরে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা (টিআই) নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, ছুটির দিনে সাধারণত সড়কে গাড়ির চাপ কমই থাকে। বিশেষ কোনও কারণে বা কোনও প্রোগ্রাম থাকলে এসব দিনে রাস্তায় গাড়ির চপ কিছুটা বাড়ে। আজও ছুটির দিনে কিছু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। পরীক্ষা চলছে, ফলে সেসব এলাকায় গাড়ির চাপ রয়েছে। এ ছাড়া সড়ক স্বাভাবিক রয়েছে।