রাজধানীর শান্তিনগর বেইলি রোডে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে শান্তিনগর বেইলি রোড মোড়ে এ ঘটনাট ঘটে।
আহতরা হলেন– মো. সাকিব হোসেন (২৬), মো. আশিকুর রহমান (২৮)। তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে নিয়ে আসা ওই দুই ব্যক্তির সহকর্মী সবুজ হাসান জানান, ‘তারা দুই জন তৈরি পোশাকের শোরুমের কর্মী। মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষ করে গাড়িতে ওঠার জন্য রাস্তা দিয়ে হেঁটে বেলি রোডের মাথার দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তের ছোড়া ককটেলে বিস্ফোরণে তারা পায়ে আঘাত পেয়ে আহত হন।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত দুই জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’