ফার্মগেটে ককটেল বিস্ফোরণে দুজন আহত

রাজধানীর ফার্মগেট এলাকায় দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন ইমদাদুল হক খান (৫৬), তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এবং তার ভাতিজা নাজমুস শাহাদাৎ (৩৫), তিনি সামিট ওয়েল এন শিপিংয়ের ম্যানেজার।

আহত শাহাদাতের কাকা হাফিজ আহমেদ জানান, শাহাদত মোটরসাইকেল চালিয়ে ও পেছনে থাকা তার কাকা ইমদাদুল কাওরান বাজার এলাকা থেকে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। সন্ধ্যায় ফার্মগেট এলাকায় দুর্বৃত্তের ছোড়া ককটেলের স্প্লিন্টারে তারা আহত হন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাত ৯টার দিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের তারা চিনতে পারেননি বলে জানান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আহত দুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ইমদাদুল হক ডান হাত ও কপালে এবং নাজমুস শাহাদাৎ ডান হাত ও বুকে স্প্লিন্টারে আহত হয়েছেন।