ডিসেম্বরের শেষ দিকে আসছে শৈত্যপ্রবাহ

প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে আকাশে গভীর সঞ্চরণশীল মেঘ সৃষ্টি হয়েছে। ফলে দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়ে অথবা মেঘ কেটে গেলেই সারা দেশে তাপমাত্রা কমতে থাকবে। গ্রামের পাশাপাশি তখন শহরেও শীতের আমেজ পাওয়া যাবে। ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

এ মাসের শেষে দেশের কোথাও কোথাও ১ থেকে ২টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের নদী অববাহিকায় ভোর রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়— খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।