মতিঝিলে বাসে আগুন

রাজধানীর মতিঝিলে গাজীপুর পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মতিঝিল থানার দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, সকাল ৯টার পর রাজধানীর মতিঝিল এলাকায় গাজীপুর পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।