রাজধানীর পল্টন থানার নাশকতার অভিযোগের পৃথক দুই মামলায় বিএনপির ৭ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এদিন পল্টন থানার পৃথক দুটি মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এতথ্য নিশ্চিত করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. সিদ্দিক হাওলাদার, মো. দিলগনি, নুর মোহাম্মদ শাহিন, নাজির হোসেন, মো. মাসুদ, মো. সোহাগ হাওলাদার ও মোহাম্মদ আলমগীর। গত ৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠিসোঠা, লোহার রড, ইট পাটকেল ও ককটেলসহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রধান বিচারপতি বাস ভবনের সামনে বে-আইনি সমাবেশ করে। তারা সেখানে রাষ্ট্রবিরোধী বিভিন্ন শ্লোগান দেয় ও মিছিল করতে থাকে। ওই সময় তারা বৈশাখী পরিবহনে বাসসহ একাধিক বাস, পিকআপ ভাংচুর করে, যাতে করে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়।
মামলায় মিছিলকারীদের বিরুদ্ধে রাস্তায় জনসাধারণ ও যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিরও অভিযোগ করা হয়েছে।
ওই ঘটনায় রাজধানীর একাধিক থানায় একাধিক মামলা দায়ের করে পুলিশ।