মেট্রোরেলের বিজয়সরণি ও ঢাবি স্টেশন চালু হচ্ছে বুধবার

মেট্রোরেলের বিজয়সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হচ্ছে বুধবার (১৩ ডিসেম্বর)। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল অংশ পর্যন্ত মেট্রোরেলের ১৬ স্টেশনের মধ্যে ১৪টি স্টেশন চালু হবে। বাকি কাওরান বাজার ও শাহবাগ স্টেশনও পর্যাক্রমে খুলে দেওয়া হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয়সরণি মেট্রো স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। তবে আগারগাঁও-মতিঝিল অংশের এই দুটি স্টেশন বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচলের জন্য খোলা থাকবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করবে।

গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন- টিএসসিতে মেট্রোরেল: উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা, হাফ ভাড়ার দাবি