পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

পদ্মা ব্যাংকের ৭১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক উদ্যোক্তা পরিচালক ও পরিচালনা পর্ষদের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ২-এর উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন। মামলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও সাতজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ৩৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। যা ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদসহ ৭১ কোটি ১৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন— শওকত ওসমান চৌধুরী, আনোয়ার হোসেন, সাহেদ মিয়া, আবুল কালাম ওরফে কালাম হাবিব, মাজেদুল ইসলাম, মৃণাল মজুমদার ও এ কে এম শামীম।