বস্তি এলাকার মাদক নিয়ন্ত্রক নারী গ্রেফতার

রাজধানীর কাওরান বাজার এলাকায় তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক কারবারি জোসনা বেগমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে কাওরান বাজার শুঁটকি পট্টির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক এই জোসনা।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন।

তিনি জানান, গ্রেফতার জোসনা কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা কারবারি। তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘোরেন। এর আড়ালেই গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন।

ওসি মোহম্মদ মহসীন আরও জানান, জ্যোসনার স্বামীও মাদকসেবী। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক ব্যবসায় জড়িয়ে যান। জোসনা গ্রেফতার হলে তার স্বামীই জামিন করান। জোসনার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন ১০ বার। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।