নির্বাচন, শপথ ও মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন তোলা ভ্রান্ত ধারণা: অ্যাটর্নি জেনারেল

সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হয়েছে এবং সংবিধান অনুযায়ীই সংসদ সদস্যদের শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ নিতে হয় আইনের বাধ্যবাধকতার জন্য। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হয়েছে এবং সংবিধান অনুযায়ীই সংসদ সদস্যদের শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে। তবে শপথ গ্রহণ হলেও একাদশ সংসদের মেয়াদ যেহেতু ২৯ জানুয়ারি শেষ হবে, তাই ৩০ জানুয়ারি দ্বাদশের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে বসতে পারবেন। এটা নিয়ে প্রশ্ন তোলা ভ্রান্ত ধারণা থেকেই, যেটা সঠিক নয়।

এর আগে সকালে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আইন মানে না, সংবিধান মানে না। পাঁচ বছর মেয়াদ শেষের আগেই আবার ৩০০ জন শপথ নিয়েছেন। এখন কি তাহলে দেশে সংসদ সদস্য ৬০০ জন?

এই প্রশ্ন রেখে নতুন সংসদ সদস্যদের পদত্যাগ করতে বলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির এই কেন্দ্রীয় নেতা।