X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
যুবদল নেতা শামীম হত্যা

সাবেক এমপি ফয়সাল বিপ্লব কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৭:৪২আপডেট : ২৩ জুন ২০২৫, ১৭:৪২

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেরদৌস আলম। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, এ মামলার সঙ্গে ফয়সাল বিপ্লবের কোনও সম্পর্ক নেই। এ মামলায় আয়ুর (তদন্ত কর্মকর্তা) মনগড়া কথায় ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে। আয়ু বলেছেন, ওনার সঙ্গে এ মামলার সংশ্লিষ্টতার ব্যাপারে যাচাই-বাছাই চলছে। এ ধরনের মনগড়া কথা বলে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। উনি নিজ এলাকায় একজন জনপ্রিয় লোক। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছেন। এ মামলার সঙ্গে ওনার কোনও সম্পর্ক নাই। ওনার জামিন আবেদন করছি। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্টতা পাওয়ার পরই আসামিদের গ্রেফতার করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে রবিবার মধ্যরাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করা হয়। 

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি হয়।

 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪১৮
অধ্যাপক আবুল বারকাত কারাগারে
বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া সেই মোক্তার গ্রেফতার
সর্বশেষ খবর
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪১৮
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪১৮
খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ’ বাতিলের দাবিতে মানববন্ধন
‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ’ বাতিলের দাবিতে মানববন্ধন
সম্পর্ক জটিলতার গল্পে শামীম-সামান্তা জুটি
সম্পর্ক জটিলতার গল্পে শামীম-সামান্তা জুটি
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার