তরুণ প্রজন্মকে মননশীল হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই: কাজী নাবিল

আজকের তরুণ প্রজন্মই ভবিষ্যত স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার উল্লেখ করে যশোর-৩ আসনের সংসদ কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘তাদের মননশীল, চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বই পড়ার কোনও বিকল্প নাই।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৪ পরিদর্শন শেষে কাগজ প্রকাশনীর স্টলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বই পড়ার বিভিন্ন মাধ্যম আছে। তারমধ্যে বই কিন্তু মোবাইল ফোনেও পড়া যায়। কে কোন মাধ্যমে বই পড়ছে, তা কোনও বিষয় না। আমাদের দেখতে হবে তরুণ প্রজন্ম যেন বইয়ের প্রতি আকৃষ্ট হয়। সেটি যেকোনও ধরনের বই হতে পারে; বিজ্ঞান হোক, উপন্যাস হোক কিংবা সায়েন্স ফিকশন হোক। যেকোনও বইয়ের মাধ্যমে তাকে বইয়ের জগতে প্রবেশ করাতে হবে।’

কবিতার মান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কবিতা মানসম্পন্ন নাকি মানহীন— সেটা ভবিষ্যতই বিচার করবে। যেকোনও সাহিত্যের বর্তমান কালে আমরা যারা আছি, তারা কিন্তু তার সঠিক বিচারক নই। অনেক জাতীয় সাহিত্য, যাকে আমরা স্বতসিদ্ধ বলে ধরে নেই। তৎকালে সেগুলো মানসম্পন্ন কিনা সেটি নিয়ে প্রশ্ন করা হতো। যেকোনও সৃষ্টিশীল কাজের সবদিকই আছে। কেউ তাকে ভালো বলবে, আবার কেউ বলবে আরও ভালো হতে পারতো। আমি বলবো যেকোনও চর্চা অব্যাহত থাকুক। সেটি ভালো বা খারাপ, তা ভবিষ্যতেই বিচার করবে।’