আজকের প্রকাশিত বই

শেষের পথে চলে এসেছে অমর একুশে বইমেলা। এ সময়ে মেলায় বইপ্রেমীদের ভিড় বেড়ে যায়। এখনও প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই, স্টলগুলোতে শোভা পাচ্ছে আগের বছরের বইও। সরকারি ছুটি থাকায় মেলার ২৬তম দিনটি ছিল লেখক-পাঠকদের পদচারণায় মুখর।

আজ সোমবার মেলায় নতুন বই এসেছে ২৪৬টি। নতুন বই নিয়ে বাংলা একাডেমির প্রদর্শনী স্টলের দায়িত্ব থাকা রায়হান কবির বলেন, আজকে ভালো কিছু বই এসেছে। এরমধ্যে মাওলানা ভাসানীকে নিয়ে সিরাজুল ইসলাম চৌধুরীর বইটি উল্লেখযোগ্য। প্রকাশকদের আরেকটু দায়িত্বশীল হলে ভালো বই আরও আসবে।

IMG_20240226_175159

মার্ক্সবাদ: প্রেক্ষিত বাংলাদেশ

লেখক: জাহাঙ্গীর হোসেন

বিষয়: গবেষণা

প্রচ্ছদ: আবুল হাসান

মূল্য: ৫০০ টাকা

প্রকাশক: বাউণ্ডুলে

IMG_20240226_175236

বাংলা সাহিত্যে দেশভাগ: কতিপয় প্রসঙ্গ

লেখক: বিভূতিভূষণ মন্ডল

বিষয়: গবেষণা

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা

মূল্য: ৪৫০ টাকা

প্রকাশক: কবি প্রকাশনী

IMG_20240226_175312

পুঁজিবাদের দুঃশাসন

লেখক: সিরাজুল ইসলাম চৌধুরী

বিষয়: প্রবন্ধ

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর

মূল্য: ৪০০ টাকা

প্রকাশক: পুন্ড্র প্রকাশন

aW1hZ2UtMjYwMTgzLmpwZw==

পেঁয়াজ ছাড়া রান্না-বান্না

লেখক: মৃত্তিকা দেবনাথ

বিষয়: রান্না

মূল্য: ৭০০ টাকা

প্রকাশক: শুদ্ধপ্রকাশ

IMG_20240226_175558

বাংলাদেশের বামপন্থি রাজনীতি: মাওলানা ভাসানী ও বেহাত বিপ্লব

লেখক: সিরাজ উদ্দীন সাথী

বিষয়: ইতিহাস

প্রচ্ছদ: মৌরিতানিয়া জোহরা

মূল্য: ৬০০ টাকা

প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন

IMG_20240226_175627

পুলিশের আঙিনায় বঙ্গবন্ধু ও অন্যান্য প্রসঙ্গ

লেখক: আব্দুল্লাহ্ আল মামুন

বিষয়: ইতিহাস

প্রচ্ছদ: রাসেল আহমেদ রনি

মূল্য: ৬০০ টাকা

প্রকাশক: কবি প্রকাশনী