‘স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে’ দক্ষ উদ্যোক্তাদের বহাল রাখার দাবি

গত ১৫ ফেব্রুয়ারি ডাক অধিদফতর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের সব পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা নিযুক্তি বাতিল করে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের সদস্যরা। ডাক বিভাগের পোস্ট ই-সেন্টারের ‘স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে’ সক্রিয় দক্ষ উদ্যোক্তাদের স্ব পদে বহালের দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তারা ২০১৪ সাল থেকে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের মাধ্যমে ডাক অধিদফরের মাধ্যমে নিযুক্ত হয়ে ভিশন'২১ বাস্তবায়নের জন্য কাজ শুরু করি। প্রাথমিক পর্যায়ে সারাদেশে ৮ হাজার ৫০০ পোস্ট ই-সেন্টার স্থাপিত হয়। প্রত্যেক পোস্ট ই-সেন্টারে যাচাই-বাছাই এবং পরীক্ষার মাধ্যমে একজন করে উদ্যোক্তা নিয়োগ করা হয়।

প্রধানমন্ত্রীর ‘চাকরি করবো না, চাকরি দেবো’ এই বার্তাকে বাণী হিসাবে গ্রহণ করে ১০ বছর ধরে তারা উদ্যোক্তা হিসেবে গ্রামীণ জনগণকে ডিজিটাল সেবা দিয়ে আসছেন দাবি করে বক্তরা বলেন, আমাদের কোনও বেতন-ভাতা নেই। এরপরও নিযুক্তির শর্ত অনুযায়ী ডিজিটাল সেবা দেওয়ার বিনিময়ে অর্জিত আয়ের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিয়ে থাকি। আমরা গত চার বছরে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছি।

তারা আরও বলেন, গত ১৫ ফেব্রুয়ারি ডাক অধিদফতর দেশের সব পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা নিযুক্তি বাতিল করায় সংশ্লিষ্ট উদ্যোক্তা ও তাদের পরিবারের ওপর বিপর্যয় নেমে এসেছে। তাই অতীত কৃতিত্বের ওপর ভিত্তি করে সক্রিয় ও দক্ষ উদ্যোক্তাদের ‘স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট’ এর উদ্যোক্তা হিসেবে স্ব-পদে বহাল রাখার দাবি জানাচ্ছি। পাশাপাশি অদক্ষ, নিষ্ক্রিয় ও শূন্য উদ্যোক্তার স্থানে নতুন উদ্যোক্তা নিয়োগের দাবি জানাচ্ছি।

এ সময় বাংলাদেশ পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি দিপায়ন সুশীল, সাধারণ সম্পাদক এস এম মাজেদুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহীম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক বি কে পাল, প্রচার সম্পাদক ফুয়াদসহ পোস্ট ই-সেন্টারের অর্ধশত উদ্যোক্তা উপস্থিত ছিলেন।