আজকের প্রকাশিত বই

শেষের পথে চলে এসেছে অমর একুশে বইমেলা। এ সময়ে মেলায় বইপ্রেমীদের ভিড় বেড়ে যায়। এখনও প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই, স্টলগুলোতে শোভা পাচ্ছে আগের বছরের বইও। মেলার ২৭তম দিনটি ছিল লেখক-পাঠকদের পদচারণায় মুখর।

আজ মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে ৯৫টি।

নতুন বই প্রসঙ্গে মেলায় আসা হাবিব উল্লাহ বলেন, মেলায় প্রতিদিনই নতুন নতুন বই আসে। কিন্তু এসব বই নিয়ে সমালোচনা রয়েছে। বলা হচ্ছে- মান ভালো না। কিন্তু এসবের ভিড়েও ভালো বই আছে। সেটি আপনাকে খুঁজে নিতে হবে। সেটি পাঠক হিসেবে আপনার দায়িত্ব। কারো বই প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া ঠিক না।

আজ মেলায় আসা কয়েকটি বই:

IMG_20240227_190116আর যদি ফিরে না আসি

লেখক: পারভেজ চৌধুরী

বিষয়: উপন্যাস

প্রচ্ছদ: মশিউর রহমান

মূল্য: ৩০০ টাকা

প্রকাশক: অনন্যা

 

IMG_20240227_190132বুদ্ধিজীবী, সাধু এবং মানুষের মুক্তি

লেখক: আনোয়ার হাসান

বিষয়: প্রবন্ধ

প্রচ্ছদ: সোনিয়া আক্তার

মূল্য: ২৭০ টাকা

প্রকাশক: নৃ প্রকাশনী

IMG_20240227_190200

এ সমাজ ভাঙতে হবে

লেখক: আবুল কাসেম

বিষয়: প্রবন্ধ

প্রচ্ছদ: চারু পিন্টু

মূল্য: ৪৫০ টাকা

প্রকাশক: পুঁথিনিলয়

IMG_20240227_190231

সাক্ষাৎকারসংগ্রহ

লেখক: তপন বাগচী

বিষয়: সাক্ষাৎকার

প্রচ্ছদ: নাজিব তারেক

মূল্য: ৫০০ টাকা

প্রকাশক: শোভা প্রকাশ

IMG_20240227_190305

বাক্‌-স্বাধীনতার সীমারেখা

লেখক: মোহাম্মদ নূরুল হক

বিষয়: প্রবন্ধ

প্রচ্ছদ: শতাব্দী জাহিদ

মূল্য: ২৫০ টাকা

প্রকাশক: প্রতিকথা প্রকাশন

IMG_20240227_190333

স্বৈরাচারের নয় বছর

লেখক: মেজর (অব) রফিকুল ইসলাম

বিষয়: ইতিহাস

প্রচ্ছদ: সোহেল আনাম

মূল্য: ৫০০ টাকা

প্রকাশক: শব্দশৈলী