আজকের প্রকাশিত বই

চলছে অমর একুশে বইমেলা। মেলা আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও প্রকাশকদের দাবি প্রেক্ষিতে দুদিন বাড়িয়ে শেষ হচ্ছে ২ মার্চ। মেলার সময় বৃদ্ধিতে সাড়া  পড়েছে ক্রেতা ও লেখক-প্রকাশকদের মধ্যে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ২৯তম দিন নতুন বই এসেছে ১২৭টি। নতুন বই নিয়ে ঐতিহ্য প্রকাশের বিক্রয়কর্মী মেহেদী হাসান বলেন, আমরা সব সময় মান নিশ্চিত করে বই প্রকাশ করি। বইমেলার সময় বৃদ্ধিতে আরও কয়েকটি নতুন বই ছিল সেগুলোও আনতে পারবো।

 

আজ প্রকাশিত কয়েটি বই:

IMG_20240229_175639

ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা

লেখক: কবীর আলমগীর

বিষয়: গবেষণা

মূল্য: ৪০০ টাকা

প্রকাশক: বাংলানামা

IMG_20240229_175734

রেড ক্লাউন

লেখক: মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস

বিষয়: থ্রিলার

প্রচ্ছদ: মো. সাদিতউজ্জামান

মূল্য: ২৮০ টাকা

প্রকাশক: পেন্সিল প্রকাশন

IMG_20240229_175759

মফস্বল সাংবাদিকতার যত কথা

লেখক: আজাদ মনসুর

বিষয়: ইতিহাস

প্রচ্ছদ: সাহেদ সাদ উল্লাহ

মূল্য: ৪০০ টাকা

প্রকাশক: এডুসেন্ট্রিক পাবলিকেশন

IMG_20240229_175827

মুক্তিযুদ্ধে বাঙালি বৌদ্ধ সম্প্রদায়

লেখক: প্রণবকুমার বড়ুয়া

বিষয়: মুক্তিযুদ্ধ

প্রচ্ছদ: ধ্রুব এষ

মূল্য: ৩৩০ টাকা

প্রকাশক: নবান্ন পাবলিকেশন্স

Untitled

মুজিব মৌলিক

লেখক: মুহাম্মদ নুরুল হুদা

বিষয়: প্রবন্ধ

প্রচ্ছদ: ধ্রুব এষ

মূল্য: ৪০০ টাকা

প্রকাশক: নবান্ন পাবলিকেশন

IMG_20240229_175952

প্রণয় উপাখ্যান

লেখক: ইমদাদুল হক মিলন

বিষয়: উপন্যাস

প্রচ্ছদ: ধ্রুব এষ

মূল্য: ৬০০ টাকা

প্রকাশক: মিজান পাবলিশার্স