ঢিল ছুড়ে ট্রাক থামানোর নির্দেশ, নেমে দৌড় দেওয়ায় গুলি

রাজধানীর সবুজবাগের আমুলিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলম (৪৮) নামে এক ট্রাকচালক আহত হয়েছেন। রবিবার (১০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আলমকে হাসপাতালে নিয়ে আসা ট্রাকমালিক গোলাম ফারুক বলেন, আজ ভোররাতে মালিবাগ এলাকা থেকে ট্রাকে মাটি নিয়ে বাইদ্দা এলাকায় ফেলতে যাচ্ছিলাম। সেখানে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকের গ্লাসে ঢিল ছুড়ে ভেঙে ফেলে। পরে তারা বলে ট্রাক থেকে নামতে, না হলে গুলি করে মেরে ফেলবো। ওই সময় আমিসহ আমার ট্রাক ড্রাইভার নেমে দৌড়াতে থাকি। তখন পেছন থেকে দুর্বৃত্তরা গুলি করে। এতে আমার ট্রাক ড্রাইভার আলমের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগে আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

আহত আলম নওগাঁ সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৃত  মফিজ প্রামাণিকের ছেলে। বর্তমান  নন্দীপাড়া ৫ নম্বর রোড লকিতলা বাড়ি ভাড়াটিয়া সবুজবাগে থাকেন।