গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১১

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তাওহিদ (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম জানান, ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সাতটার সময় শিশুটির মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল।

শিশুটির খালু রিফাত জানান, ঘটনার দিন তার মা যখন বাসায় ইফতার নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময়ে হইচই শুনে ভাই-বোন দুজনই বাইরে গিয়ে ঘটনার শিকার হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার (১৬ মার্চ) ছোট বোন তৈয়বা (৪) মারা যায়। তাওহিদ স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। তাদের বাবা মো. সজল মিয়া পরিবহন শ্রমিক। মা সুমাইয়া বেগম গার্মেন্টস কর্মী। আগুনের ঘটনায় তাদের দু'টি সন্তানই মারা গেলো। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। বর্তমানে কালিয়াকৈর থাকে।

গত ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকার শফিক খানের টিনশেড কলোনির সামনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩২ জন দগ্ধ হয়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ১৭ জন চিকিৎসাধীন আছে।