রাজধানীর শাহবাগ থানার পেছনে পুলিশের জব্দ করা পুরোনো যানবাহনে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ ও টিম লিডার জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১৩ মে) বিকাল ৫টা ৪২ মিনিটে জব্দকৃত পরিত্যক্ত যানবাহনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে কয়েক মিলোমিটার দূর থেকে আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছে।