জালিয়াতির অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে দুদকের মামলা

জালজালিয়াতি ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অধ্যাপক এস এম আলমগীর কবীরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, যুব উন্নয়ন অধিদফতরের ইমপ্যাক্ট তৃতীয় পর্বের প্রকল্প পরিচালক হিসেবে বর্তমানে কর্মরত আছেন অধ্যাপক এস এম আলমগীর। তিনি মিথ্যা তথ্য প্রদান, জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ও সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১০ শতাংশ সরাসরি কোটায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পদে চাকরি লাভ করেন। এতে তিনি দন্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এই কর্মকর্তা আরও জানান, তার বিরুদ্ধে অনুসন্ধান কর্মকর্তা কমিশনে প্রতিবেদন দাখিল করলে কমিশন তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেন। বৃহস্পতিবার তিনি মামলাটি করেন। মামলার তদন্তকালে এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে সেটাও আমলে আনা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।