গাজীপুর ট্র্যাজেডি: ১০ জন চিকিৎসাধীন, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখনও ৫ জন আশঙ্কাজনকসহ আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরের টপস্টার এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে আগুনের ঘটনায় আমাদের এখানে ৩২ জন দগ্ধ রোগীকে ভর্তি দেওয়া হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে ১৬ জন মারা গেছেন। আর চিকিৎসাধীন রয়েছেন ১০ জন রোগী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এ পর্যন্ত ৬ জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। 

রবিবার (২৪ মার্চ) বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন-মো. নাঈম (১২) ৪০ শতাংশ, আব্দুল কুদ্দুস (৪৫) ৮০ শতাংশ, নিরব (৭) ৩২ শতাংশ, কবির (৩০) ৪৫ শতাংশ ও মান্নাফ (১৮) ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

এছাড়া আরও যারা চিকিৎসাধীন রয়েছেন তারা হচ্ছেন-সুমন (২৫) ২৫ শতাংশ, শিল্পী (৪০) ২৫ শতাংশ, নিলয় (৩) ৮ শতাংশ, তারেক রহমান (১৭) ২০ শতাংশ ও রাহিমার (৩) ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

এ পর্যন্ত চিকিৎসা নিয়ে যে ৬ জন বাড়ি ফিরেছেন তারা হলেন-  আজিজুল (২৪), শারমিন (১২), রত্না (৪০), রামিছা (৩৬), সাদিয়া খাতুন (১৮) ও সুফিয়া (৮)।

আজ বিকাল পর্যন্ত বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় নারী পুরুষ শিশুসহ দগ্ধ ১৬ জন মারা গেছেন। তারা হচ্ছেন-সোলেমান মোল্লাহ (৪৫), মুনসুর (৪৫), তৈয়বা (৩), তার ভাই তাওহিদ (৭), মো. আরিফ (৪০), মহিদুল (২৫), মোসা. নার্গিস (২৫), জহিরুল ইসলাম কুটি (৪০), মোতালেব (৪০), মো. সোলাইমান (৯), গোলাম রাব্বি (১৩), ইয়াসিন আরাফাত (২১), মশিউর রহমান (২২), কমলা খাতুন (৬৫), নাদিম (২২) ও লালন (২৪)।