কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী

রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য কানাডায় টানা দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেয়েছেন মাহবুব ওসমানী। টরন্টোর রাইট অ্যাট হোম রিয়েলটি ব্রোকারেজের ডনমিলস শাখার ১৪০০ রিয়েল এস্টেট এজেন্টের মধ্যে ২০২৩ সালে শীর্ষ ২০ জনের মাঝে স্থান করে নেন তিনি। এর আগে তিনি ২০২২ সালে প্রথমবার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) টরন্টোর ডনমিলস রোড ও এগ্লিংটন এভিনিউ ইস্ট সংলগ্ন পার্কভিউ মেনোর বাঙ্কুয়েট হলে আয়োজিত ‘রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডন মিলস’ শাখার কর্তাব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওসমানী বলেন, ‘এই অ্যাওয়ার্ডের কৃতিত্বের সম্পূর্ণ ভাগীদার আমার ক্রেতা, বিক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তারা অগাধ বিশ্বাস করে বাড়ি কেনা-বেচার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন। তাদের অকুণ্ঠ সমর্থন ছাড়া এই অ্যাওয়ার্ড অর্জন করা সম্ভব ছিল না।’

আট বছর আগে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ওসমানী। এক বছরের মধ্যে টরন্টো ফিল্ম স্কুল থেকে ‘গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইন্টারেক্টিভ মিডিয়া’ নিয়ে পড়াশোনা শেষ করেন। টরন্টোতে বাংলাদেশিদের মধ্যে ‘রিয়েলটর’ হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন মাহবুব ওসমানী। রিয়েল এস্টেটের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।

রিয়েল এস্টেট পেশা বেছে নেওয়ার কারণ সম্পর্কে ওসমানী বলেন, ‘বাংলাদেশে শিক্ষকতা এবং গণমাধ্যম পেশায় যুক্ত ছিলাম। তাই কানাডায় এসেও যেন মানুষের সেবায় কাজ করতে পারি, সেজন্যই রিয়েল এস্টেট পেশায় আসা।’

উল্লেখ্য, ওসমানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হন এবং গোল্ড মেডেল অর্জন করেন। কানাডায় অভিবাসী হয়ে পাড়ি জমানোর আগে তিনি রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে শিক্ষকতা করতেন।