বাংলাদেশ বিমানের ফ্লাইটকে স্বাগত জানিয়েছেন ইতালিপ্রবাসীরা

ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটকে ইতালির রোম বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসলাম বিমানবন্দরে ঢাকা থেকে আসা কর্মকর্তাদের স্বাগত জানান। রোম ফিউমিসিনো এয়ারপোর্ট এয়ারসাইডের গেটে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোক্কামেল হোসেন, ইতালির চিফ অ্যাভিয়েশন অফিসার ইভান বাসসাতো, বিমানের জিএস ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজিয়ানো, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্য দেন বিমানের কর্মকর্তারাসহ অন্যরা

তারা বাংলাদেশ বিমানে বঙ্গবন্ধুর দেশে আরও বেশি ইতালীয় পর্যটক বহনের প্রত্যাশার কথা জানান।

এর আগে বাংলাদেশ থেকে সাংবাদিক ও অতিথিদের নিয়ে স্থানীয় সময় ৯টায় রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিউনারদো দ্য ভিঞ্চিতে অবতরণ করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। পরে রোম থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিমান। প্রথম ফ্লাইটে ১১টি বিজনেস ক্লাস ও ২৪৩টি ইকোনমিক ক্লাসে যাত্রীসহ পূর্ণ হয় বিমানটি।

সকাল ৬টা থেকেই রোম বিমানবন্দরে বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। নিজ দেশের বিমানের ফ্লাইটে দেশে যাওয়ার আনন্দে তারা ছিলেন উচ্ছ্বসিত।

আবার ঢাকা-রোম বিমান চালু হাওয়ায় দারুণ খুশি ইতালিপ্রবাসী বাংলাদেশিরা। এ জন্য তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।