বিজিবি মহাপরিচালকের বেনাপোল-পুটখালী সীমান্ত পরিদর্শন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার (৩ এপ্রিল) বেনাপোল আইসিপি ও পুটখালী সীমান্ত পরিদর্শন করেছেন।

এর আগে এ দিন সকালে যশোরের কাশিপুরে যান বিজিবি মহাপরিচালক। সেখানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি স্থানীয় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

বুধবার বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিজিবি মহাপরিচালক যশোরের বেনাপোল আইসিপিতে পৌঁছালে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। এরপর বিজিবি মহাপরিচালক বেনাপোল আইসিপিতে বিজিবির দর্শক গ্যালারি ও লাগেজ স্ক্যানার এবং ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।

পরে বিজিবি মহাপরিচালক খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপি এবং চরের মাঠ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।